প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন জানিয়েছেন, প্রবাসীদের সব ধরনের উন্নয়নে ১০০ দিনের কর্ম পরিকল্পনা হাতে নেয়ার চিন্তা করছে মন্ত্রণালয়।
রোববার (২১ জানুয়ারি) মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সার্বিক কার্যক্রম ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
মো. রুহুল আমিন বলেন, সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রবাসীদের সেবা প্রদানে মন্ত্রণালয় আন্তরিক থাকবে। প্রবাসীদের কষ্ট লাঘবে সক্রিয় ভূমিকা পালন করবে মন্ত্রণালয়।
কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রবাসীদের সম্মানের সঙ্গে সেবা নিশ্চিত করতে হবে।
এ এস/
Discussion about this post