বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন,দেড়কোটি প্রবাসীর কথা বলার নিজস্ব কোন প্ল্যাটফর্ম নেই। অন্তত ১২ লাখ সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের সুখ-দুঃখ সরকারের কাছে তুলে ধরতে একটি সার্বজনীন প্ল্যাটফর্ম দরকার। আমিরাতে বৃহত্তর সিলেটবাসীর সাথে মতবিনিময়কালে এ প্রস্তাব জানান তিনি।
বাংলাদেশের আয়ের প্রধান দুইটি উৎস রেমিটেন্স ও গার্মেন্টস। গার্মেন্টসের বিজিএমই’র মতো নিজস্ব সংগঠন থাকলেও প্রবাসীদের নিজস্ব কোন সংগঠন নেই। সরকারের কাছে প্রবাসীদের সুবিধা অসুবিধার কথা তুলে ধরতে এমন স্বকীয় একটি প্লাটফর্মের জন্য তাগাদা দিলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আমিরাত প্রবাসীদের উদ্দেশ্যে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, সবার সমন্বয়ে একটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করেন, সবাই মিলে শক্তিশালী হোন, তাহলেই সবাই আপনাদের কথা শুনবেন।
দুবাই ও উত্তর আমিরাতে প্রায় ১০ লাখ বাংলাদেশি থাকলেও তাদের জন্য নেই কোন বাংলাদেশি স্কুল। এজন্য প্রজন্ম পিছিয়ে আছে বলে সরকারি না হলেও ব্যক্তি উদ্যোগে স্কুল নির্মাণের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান সিআইপি মাহতাবুর রহমান বলেন, বিশেষ করে যারা দুবাই, শারজাহ ও আজমানে অনেক বাংলাদেশি বসবাস করেন। এ অঞ্চলে একটা নয় তিনটি বাংলাদেশি স্কুল হলেও চলবে। পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ গঠনে এসব অঞ্চলে দ্রুত বাংলাদেশি স্কুল প্রতিষ্ঠার তাগিদ দেন তিনি।
আমিরাতে বেশি বাস করেন বৃহত্তর চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের জনগোষ্ঠী। সিলেট বিমানবন্দরে আমিরাত থেকে সরাসরি ফ্লাইট চালুর দাবিও জানিয়েছেন প্রবাসীরা। টোকিওতে এফইসি-বাংলাদেশ বিজনেস সেমিনার অনুষ্ঠিতটোকিওতে এফইসি-বাংলাদেশ বিজনেস সেমিনার অনুষ্ঠিত। তবে এসব দাবি-দাওয়া তুলে ধরতে প্রয়োজন একটি শক্তিশালী সংগঠন। দূতাবাসের মাধ্যমে হলেও এ সংগঠন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন আমিরাতের সাধারণ প্রবাসীরা।
এ এস/
Discussion about this post