প্রবাসীদের জন্য আলাদা সেল গঠনের ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। প্রবাসীরা দেশের বাইরে থেকে রেমিট্যান্স পাঠান অথচ নিজ দেশে তারা নানা হেনস্তার শিকার হন, এই সমস্যা সমাধানে এই সেল গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
রোববার (১০ মার্চ) সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশির আয়োজির ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু প্রবাসীদের জন্য এমন একটি সেল গঠন করেছিল। তখন প্রবাসীদের অনেক সুবিধা দেওয়া হতো। প্রবাসীরা চাইলে ফেরার সময় ট্যাক্স ফ্রি কুকার, ফ্রিজ ও একট গাড়ি নিয়ে আসতে পারত। পরবর্তীতে যারা ক্ষমতায় আসেন তারা প্রবাসীদের এ সেবা বন্ধ করে দেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী প্রবাসীদের ব্যাপারে অনেক আন্তরিক। দেশে প্রবাসীদের সম্পত্তি যাতে কেউ জবরদখল করতে না পারে, প্রবাসীরা যাতে কোনো ধরণের হেনস্তার শিকার না হয় সেদিকে লক্ষ্য রেখে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
ইতোমধ্যে প্রবাসীদের জন্য দেশে চারটি এনআরবি ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। আগে প্রবাসীদের ভোটাধিকার ছিল না। তাদের ভোটাধিকার দেয়া হয়েছে, ব্যবস্থা করা হয়েছে জাতীয় পরিচয়পত্রের। আগামীতে প্রবাসীদের জন্য আরও কাজ করা হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, এনআরবির চেয়ারপারসন সেকিল চৌধুরী প্রমুখ।
এ এস/
Discussion about this post