দেশের অর্থনীতির চাকা যাদের পাঠানো অর্থে সচল থাকে, সেই প্রবাসী শ্রমিকদের লাগেজ বিডম্বনার যেন শেষ নেই। সিসি ক্যামেরা ও কঠোর নিরাপত্তার মধ্যেও কোনো সুফল পাচ্ছেন না প্রবাসীরা। বরং সময়ের সাথে সাথে প্রবাসীদের লাগেজ নিয়ে ছেলেখেলার মাত্রাটা আরও বেড়েছে।
সমস্যা সমাধানে কর্তৃপক্ষ দফায় দফায় নানা পদক্ষেপ গ্রহণ করলেও কোনো এক অদৃশ্য কারণে শৃঙ্খলা ফেরেনি বিমানবন্দরে। রেমিটেন্স যোদ্ধাদের লাগেজকে অবহেলা করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি।
পরিচালক একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘মালয়েশীয়া থেকে ফেরার পথে,একজন ভাই লাগেজ নিয়ে জিম করছিলেন, এবং অনেকের লাগেজ এর বারোটা বেজে যায়।’ ওই ভিডিওতে দেখা যায় বিমানবন্দরের এক কর্মচারী প্রবাসীদের লাগেজ নিয়ে ছেলে-খেলায় মেতেছেন।
এ এস/
Discussion about this post