বাংলাদেশে এসেছেন সৌদি আরবের খামার ব্যবসায়ী মালিক শামীম আহাম্মদ হলিবি ও তার ছেলে আব্দুল লিল হলিবি। খামারের কর্মী খাইরুল ইসলাম, আব্দুল হামিদ ও সারোয়ার হোসেন সাহিদের আমন্ত্রণে বাংলাদেশের কিশোরগঞ্জে এসছেন তারা। সৌদির এই দুই নাগরিক দাম্মামের আল হাসার খালিদিয়া এলাকার অধিবাসী।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে হেলিকপ্টারযোগে কিশোরগঞ্জের হোসেনপুর পৌঁছান তারা।
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর গ্রামের মৃত চান মিয়ার ছেলে খাইরুল ইসলাম, আব্দুল হামিদ ও সারোয়ার হোসেন সাহিদ চাকরি করেন সৌদি আরবের দাম্মাম আল হাচা শহরের বাসিন্দা শামীম আহমেদ হলিবির খামারে।
একই খামারে দীর্ঘদিন কাজ করার সুবাদে কফিল (মালিক) শামীম আহমেদ হলিবির সঙ্গে একটা সখ্যতা গড়ে ওঠে। এসময় মালিকের আস্থা ও ভালোবাসা অর্জন করেন তারা। সেই সম্পর্কের টানেই বাংলাদেশে আসেন তারা।
এর আগে সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সৌদি আরবের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সৌদি নাগরিক ও তার ছেলে।
এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন কর্মচারী খাইরুল ইসলাম। পরে হেলিকপ্টারে চড়ে হোসেনপুর উপজেলার পৌর এলাকার ঢেকিয়া খেলার মাঠে এসে পৌঁছানা।
এ সময় সৌদি মালিক ও তার ছেলেকে দেখতে ভিড় করেন উৎসুক জনতা। ফুলের মালা দিয়ে অভিনন্দন জানান স্থানীয়রা। আগামী তিন দিন বাংলাদেশ থাকবেন বলে জানা গেছে।
Discussion about this post