প্রবাসীদের সন্তানদের ভাতা দিবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। ৫ বছর মেয়াদে এ ভাতা দেওয়া হবে। ভাতার জন্য আবেদনপত্র জমা দেয়া যাবে ১৫ মে পর্যন্ত। গত ৩১ মার্চ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ।
ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের বিজ্ঞপ্তি থেকে জানা যায়, প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানতের জন্য এ ভাতার ব্যবস্থা করা হয়েছে। যেসব প্রবাসীর সন্তানরা মনোনিত হবে , চলতি বছরের জানুয়ারি থেকে ভাতা কার্যকর হবে। একজন প্রতিবন্ধী সন্তান প্রতিমাসে এক হাজার টাকা করে এ ভাতা পাবে।
কোন প্রবাসীর একের অধিক প্রতিবন্ধী সন্তান থাকলে তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা আবেদন করতে হবে। মূলত প্রতিবন্ধী সন্তানের পক্ষে তাদের পিতা/মাতা অথবা অভিভাবক এ আবেদন করতে পারবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, ৯ তলা (ডেসপাস শাখা), প্রবাসী কল্যাণ ভবন, ৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে আবেদনপত্র জমা দেয়া যাবে। বিনামূল্যে আবেদনপত্র সংগ্রহ করা যাবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রধান কার্যালয় অথবা সরকারের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েলফেয়ার সেন্টার অফিস থেকে।
আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে বিএমইটির বহির্গমন ছাড়পত্র সম্বলিত পাসপোর্ট’র ফটোকপি বা স্মার্টকার্ড অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-এর মেম্বারশিপ গ্রহণের কপি, প্রবাসী মৃত্যুবরণকারী কর্মীর ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস কর্তৃক ইস্যুকৃত এনওসি, প্রতিবন্ধীর সন্তানের দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ও জাতীয় পরিচয়পত্রের কপি ও উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক প্রদত্ত সুবর্ণ নাগরিক পরিচয়পত্র/কার্ড এর সত্যায়িত ফটোকপি।
ভাতা গ্রহণকারী পিতা-মাতা বা অভিভাবকের (ব্যাংক রাউটিং নাম্বারসহ) ব্যাংক স্টেটমেন্ট। তাছাড়া ২০২১, ২০২২ ও ২০২৩ সালে ‘প্রতিবন্ধী ভাতা’ প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই। যে কোন তথ্যের জন্য প্রবাসবন্ধু কলসেন্টারে (দেশ থেকে: ১৬১৩৫ টোল ফ্রি, বিদেশ থেকে +৮৮০৯৬১০১০১০৩০) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
আবেদন ফর্ম ডাউনলোড করতে ক্লিক করুন।
টিবি
Discussion about this post