মাদারীপুর সদর থানায় পরকীয়ার জেরে প্রবাসী ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়েছে বড় ভাই। ছোট ভাইয়ের সংসারে ৯ বছরের এক কন্যা সন্তান রয়েছে। এ ঘটনা নিয়ে গত দুই দিন ধরে এলাকায় বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ বছর আগে ইতালি প্রবাসীর সঙ্গে বিয়ে হয় ওই নারীর। তাদের পরিবারে ৯ বছরের একটি কন্যাসন্তানও রয়েছে। স্ত্রী-সন্তানের ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে অর্থ উপার্জন করার জন্য ৫ বছর আগে ইতালিতে পাড়ি জমান। কিছুদিন যেতে না যেতেই তার বড় ভাইয়ের সাথে শুরু হয় তার স্ত্রীর পরকীয়া প্রেম। এলাকায় বিষয়টি জানাজানি হলে ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে উধাও হয়ে যায় বড় ভাই।
অভিযুক্ত বড় ভাইয়ের স্ত্রী বলেন, আমার স্বামী একটা প্রতারক। সে আমার সংসার থাকাকালীন তারই ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়েছে। আমাদের সংসারে দুটি সন্তানও রয়েছে। স্ত্রী-সন্তান রেখে সে তার ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে বসবাস করছে। আমি প্রতিবাদ করায় আমাকে মারধর করেছে। এমনকি আমাকে মেরে ফেলারও হুমকি দেয়।
ভুক্তভোগী প্রবাসী ছোট ভাই বলেন, আমি দীর্ঘ ৫ বছর ধরে ইতালিতে থাকি। স্ত্রী-সন্তানের মুখে হাসি ফোটাতে কষ্টের জীবন কাটাচ্ছি। সেই স্ত্রীই মেয়েকে ফেলে আমার বড় ভাইয়ের সঙ্গে পরকীয়া করে টাকা-পয়সা, স্বর্ণ-গহনা নিয়ে পালিয়েছে। আমি প্রবাসে থাকায় আমার বড় ভাই আমার স্ত্রীকে নিয়ে পালাল, তার একটুও বুক কাঁপল না। কতটা জঘন্য হলে একটা ভাই এমন কাজ করতে পারে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত বড় ভাইকে ফোন দিলে তিনি পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন।স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান বলেন, ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়েছে এ ঘটনা সত্য। তারা জঘন্যতম কাজ করেছে। ওদের সামাজিক ও আইনিভাবে বিচার হওয়া উচিত। বিষয়টি আমার নজরে আসার পরে এটা নিয়ে আমি সামাজিকভাবে বসতে চেয়েছিলাম; কিন্তু তার আগেই ওরা এখান থেকে পালিয়ে গেছে।
এস এম/
Discussion about this post