সৌদি আরবের আর্থিক সংকটে থাকা বেসরকারি প্রতিষ্ঠানের প্রবাসী কর্মীদের বকেয়া বেতন ও ফিরতি ফ্লাইটের টিকিটের ব্যবস্থা করবে দেশটির সরকার। কর্মরত প্রবাসী শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের জন্য নতুন একটি বিমা পলিসির আওতায় এই সেবা চালু হয়েছে ।
সৌদি গ্যাজেটের খবর অনুযায়ী, সৌদি বিমা কর্তৃপক্ষের সহযোগিতায় তাদের দেশের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণলয় এই বিমা সেবা চালু করেছে। প্রবাসী কর্মীদের সুরক্ষা এবং নির্দিষ্ট মেয়াদে বেতন দিতে কোম্পানির অপারগতার ক্ষেত্রে আর্থিক অধিকার বঞ্চিত হওয়ার প্রভাব ঠেকাতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
গত ৬ অক্টোবর থেকে এই বিমা সেবা কার্যকর হয়েছে। সৌদি বিমা কোম্পানিগুলো এই বিমা পরিচালনা করবে। এর আওতায় নিয়োগকর্তারা বেতনের বাধ্যবাধকতা পূরণ করতে ব্যর্থ হলে বিমা কোম্পানি প্রবাসী শ্রমিকদের বকেয়া পরিশোধ করবে। তবে বিমা পলিসিতে বর্ণিত শর্তাবলী এবং প্রাসঙ্গিক বিধান ও পদ্ধতি মেনে এ সুবিধা দেয়া হবে।
এই বিমা সুবিধার আওতায় দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসী কর্মীদের জন্য ফিরতি ফ্লাইটের টিকিট দেয়া হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী ও ধনী দেশ সৌদির মোট জনসংখ্যা ৩ কোটি ২২ লাখ। তবে দেশটিতে বহু প্রবাসী বসবাস করেন। বর্তমানে প্রায় ৩০ লাখ বাংলাদেশি প্রবাসী সেখানে রয়েছেন।
বাংলাদেশের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, ২০২২ সালে সৌদি আরবে বাংলাদেশি প্রবাসী কর্মী গেছে ৬ লাখের বেশি। এ ছাড়া গত তিন বছরে শ্রমিক যাওয়ার সংখ্যা প্রায় চার গুণ বেড়েছে।
এ ইউ/
Discussion about this post