কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে চলছে শিক্ষার্থীদের আন্দোলন। দাবি আদায়ে সারাদেশে শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন প্রবাস খবরের রিপোর্টার আশরাফুল ইসলাম, ক্যামেরাপারসন মেহেদী হাসান ও গাড়ী চালক জাকির হোসেন। এ সময় প্রবাস খবরের গাড়ি ভাঙচুর করে আন্দোদলকারীরা।
বৃহস্পতিবার বিকেলে হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় এই ঘটনা ঘটে। এ সময় গাড়ীর কাগজপত্র, ডিভাইজ, মোবাইল ও বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। তবে কে বা কারা এ হামলা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় গুরুতর আহত ক্যামেরাপারসন মেহেদী হাসান চিকিৎসাধীন রয়েছেন।
মেহেদি হাসান বলেন, ‘আমরা সংবাদ সংগ্রহ করতে রাজধানীর হানিফ ফ্লাইওভার থেকে যাত্রাবাড়ি কাজলা টোলপ্লাজায় পোঁছায়ে চারিদিক থেকে ইট ছুড়তে থাকে আন্দোলনকারীরা। এমন সময় আমাদের উপর হামলা চালিয়ে গাড়ী ভাঙচুর করে। সেই সাথে অকথ্য ভাষায় গালাগালি করে তারা।’ এ সময় তার সাথে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে জানান তিনি।
আশরাফুল ইসলাম জানান, সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৩০-৪০ জনের একটি দল আমাদের উপর অর্তকিত ভাবে হামলা চালায়। তাদের হাতে থাকা লাটি-সোটা দিয়ে মারধর করে। পরে তাদের ভিতরের কয়েকজন নিরাপদ স্থানে পোঁছে দেয়।
এ এস/
Discussion about this post