নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় মোটরসাইকেলে প্রাইভেট কারের ধাক্কায় মোতাসিম মাসুদ নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত ৩টার দিকে ৩০০ ফিট এলাকায় একটি প্রাইভেট কার সামনে থাকা মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী বুয়েট ছাত্র মোতাসিম মাসুদ। এ সময় আহত হন মেহেদী খান ও অমিত সাহা নামে আরো দুইজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে জানিয়ে পুলিশ জানায়, কার কে চালাচ্ছিলেন তদন্ত করে দেখা হচ্ছে।
এন পি/
Discussion about this post