রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ (২৩) ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনায় শনিবার (১৯ এপ্রিল) রাতে বনানী থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন শিক্ষার্থী মাহাথি, মেহেরাব ও আবুজর গিফারীসহ মোট আটজনকে আসামি করা হয়েছে। তারা সবাই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে পারভেজ তার দুই বন্ধুর সঙ্গে সিঙ্গারা খাচ্ছিলেন। পাশে দাঁড়িয়ে থাকা দুই নারী শিক্ষার্থী ইভটিজিংয়ের অভিযোগ করেন এবং তাদের বন্ধুবান্ধবদের ডেকে আনেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে দুই পক্ষকে নিয়ে বিষয়টির মীমাংসা করলেও উত্তেজনা থেমে থাকেনি।
এরপর ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব ও আবুজর গিফারী ঘটনাটিকে নতুন রূপ দিয়ে হাজারীপাড়া এলাকার কিছু বহিরাগত যুবক নিয়ে এসে পারভেজের ওপর হামলা চালায়। ছুরিকাঘাতের শিকার হয়ে পারভেজ প্রধান গেটের দিকে পালাতে গেলে আবারও আঘাতের শিকার হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোববার (২০ এপ্রিল) সকালে বনানী থানার অপারেশন কর্মকর্তা একেএম মইনুদ্দিন জানান, নিহত পারভেজের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি বলেন, ‘ঘটনায় জড়িত সবাই প্রাইম এশিয়ার শিক্ষার্থী। আমরা তাদের শনাক্ত করেছি। দ্রুতই আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
ঘটনার পর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
এ ইউ/
Discussion about this post