বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে প্রাক্তনের নামে একটি তেলাপোকার নাম রাখার সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের ব্রঙ্কস চিড়িয়াখানা কর্তৃপক্ষ। মাত্র ১৫ ডলারের বিনিময়ে এক একটি তেলাপোকার নাম রাখার সুযোগ পাওয়া যাবে।
এনডিটিভির খবরে বলা হয়, দিবসটিতে প্রাক্তনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে, অস্বাভাবিক উপায়ে অনুভূতি প্রকাশে লোকজনকে এমন প্রস্তাব (অফার) দিচ্ছে যুক্তরাষ্ট্রের ব্রঙ্কস চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
ব্রঙ্কস চিড়িয়াখানা কর্তৃপক্ষ ঐতিহ্য ধরে রেখে লোকজনকে তাঁদের প্রাক্তনের নামে একটি তেলাপোকার নাম রাখার এই সুযোগ দিচ্ছে মাত্র ১৫ ডলারের বিনিময়ে।
নামকরণের বিষয়টি সংশ্লিষ্ট প্রাক্তনকে ই-মেইল করে জানিয়ে দেবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ই-মেইলে থাকবে একটি রঙিন প্রশংসাপত্র। এতে উল্লেখ থাকবে, তাঁর (প্রাক্তন) সম্মানে একটি মাদাগাস্কার হিসিং তেলাপোকার নামকরণ করা হয়েছে। অতিরিক্ত ডলার দিলে আরও কিছু বিষয় এই উপহারে যুক্ত করা যাবে।
এক এক্স (সাবেক টুইটার) বার্তায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই প্রচারাভিযানের ঘোষণা দিয়েছে। তারা লিখেছে, আবার আসছে ভ্যালেন্টাইন’স ডে। এ উপলক্ষে একমাত্র একটি উপহারের ছয়টি পা আছে। আর আছে প্রণয়ের এক দুর্নিবার আভা।
কর্তৃপক্ষ আরও লিখেছে, আপনাদের বিশেষ ব্যক্তির নামে ব্রঙ্কস চিড়িয়াখানার একটি মাদাগাস্কার হিসিং তেলাপোকার নাম রাখুন। তাদের প্রতি আপনার ভালোবাসা বড়, সাহসী হরফে প্রকাশ করুন।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ আরও লিখেছে, ‘আপনার প্রাক্তনের জন্য একটি তেলাপোকার নাম দিন। কারণ, তেলাপোকা অনন্তকাল বাঁচে।’
‘তেলাপোকার নাম দিন’ (নেম-এ-রোচ) নামের এই প্রচারাভিযান ২০১১ সালে চালু করে ব্রঙ্কস চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ব্রঙ্কস চিড়িয়াখানার তথ্য অনুসারে, গত বছর ভালোবাসা দিবসের আয়োজনের অংশ হিসেবে ৩ হাজার ২৪৬ জন তেলাপোকার নামকরণ করে। সিবিএস নিউজ এই তথ্য জানিয়েছে।
নামকরণ আয়োজনের মাধ্যমে পাওয়া সব অর্থ ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির কাছে যাবে। সোসাইটির লক্ষ্য, সারা বিশ্বে জীববৈচিত্র্য রক্ষা করা। গত বছর কানাডার টরন্টো চিড়িয়াখানা-বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষ অনুরূপ নামকরণ প্রচারাভিযান শুরু করে।
এফএস/
Discussion about this post