সুষম ও গণমুখী বাজেট প্রণয়নের লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরে জন্য প্রাক-বাজেট আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আগামী রোববার অর্থাৎ ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক-বাজেট আলোচনা যা চলবে ৭ মার্চ পর্যন্ত।
এনবিআর সূত্র জানায়, এরপর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সঙ্গে যৌথভাবে আয়োজন করা হবে পরামর্শ সভা। সব খাতের ব্যবসায়ীরা এতে অংশ নিয়ে তাদের মূল্যবান মতামত তুলে ধরবেন। এর মধ্যদিয়ে শেষ হবে এনবিআরের প্রাক-বাজেট আলোচনা।
এর আগে, ২৮ জানুয়ারির মধ্যে আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অংশগ্রহণমূলক, যৌক্তিক, সুষম ও গণমুখী করতে ব্যবসায়ী সংগঠনগুলোর কাছে বাজেট প্রস্তাবনা চেয়েছে এনবিআর।
এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম প্রাক-বাজেট আলোচনার সব বৈঠকেই সভাপতিত্ব করবেন। রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হবে এসব বৈঠক।
বরাবরের মতো জুন মাসের প্রথম সপ্তাহে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। প্রায় মাসব্যাপী আলোচনার পর ৩০ জুন বা এর আগেই তা পাস হবে। আর নতুন অর্থবছর শুরু হবে ১ জুলাই থেকে।
এফএস/
Discussion about this post