সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩ এর তৃতীয় ধাপের (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) চূড়ান্ত ফল প্রকাশ করা হতে পারে আজ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যার পর প্রার্থীরা এ ফল পেতে পারেন।
জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে এবার তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। প্রথম ও দ্বিতীয় ধাপের লিখিত, মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। তবে তৃতীয় ধাপের লিখিত এবং মৌখিক পরীক্ষা হলেও দীর্ঘদিনে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়নি। চার মাসের বেশি সময় অপেক্ষা করছেন তৃতীয় ধাপের ফল প্রত্যাশীরা।
এর আগে, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা-২০১৯ অনুযায়ী প্রথম ও দ্বিতীয় ধাপের মতো দ্রুত সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩ এর তৃতীয় ধাপের (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) চূড়ান্ত ফলাফল প্রকাশের জন্য তারা তিন মন্ত্রণালয়ে আবেদনও করেছিলেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, তৃতীয় ধাপের ফল প্রাথমিকে শিক্ষক নিয়োগ বিধিমালা অনুযায়ী প্রকাশ করা হবে নাকি কোটার নতুন প্রজ্ঞাপন অনুসরণ করা হবে, সে বিষয়েও আইন মন্ত্রণালয়ে মতামত চেয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদফতর। মতামত পেতে দেরি হওয়ায় চূড়ান্ত ফল প্রকাশেও দেরি হয়। অবশেষে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা পেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
এম এইচ/
Discussion about this post