পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ঘোষণা মোতাবেক সারাদেশে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৭ নভেম্বর) ১৪টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২১ প্রতিষ্ঠানকে ৬৬ হাজার ১০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হরেছে। এ সময় চার হাজার ৮৪৫ কেজি পলিথিন জব্দ এবং একটি পলিথিন উৎপাদনকারী কারখানা সিলগালা করা হয়।
অন্যদিকে, নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে ঢাকা মহানগরের মালিবাগ কাঁচাবাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
এ সময় চারটি প্রতিষ্ঠানকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। একইসঙ্গে ১৬ কেজি পলিথিন জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তর কর্তৃক দূষণ বিরোধী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এস এইচ/
Discussion about this post