দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে আওয়ামী লীগ থেকে যারা মনোনয়ন ফরম তুলেছেন তাদের সাথে মতবিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ জন্য রোববার সকাল ১০টায় দলীয় ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন শেখ হাসিনা। এ জন্য নৌকার মনোনয়ন প্রত্যাশী তিন হাজার ৩৬২ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য এবং মনোনয়নপ্রত্যাশী সব প্রার্থীকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভ কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপিসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এবারের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়তে তিন হাজার ৩৬২টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। তাদের মধ্য থেকে ৩০০ প্রার্থী বাছাই করতে বৈঠক করছে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড।
এর আগে, রাজশাহী এবং রংপুর বিভাগের ৭২ আসনের মনোয়ন চূড়ান্ত হয়ে গেছে বলে নিশ্চিত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
অনেকে বলছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত বিএনপির অংশগ্রহণের কোনো আলামত নেই। এই পরিস্থিতিতে সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভোটার উপস্থিতি। জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখাতে কেন্দ্রে কেন্দ্রে উল্লেখযোগ্যসংখ্যক ভোটার উপস্থিতির বিকল্প নেই। ক্ষমতাসীন দলের নেতারাও বিষয়টি বিবেচনায় রাখছেন। এমন বাস্তবতা হিসাবে রেখেই প্রতিটি আসনে প্রার্থী চূড়ান্ত করার পক্ষে আওয়ামী লীগ।
এবারের প্রেক্ষাপটে যেসব রাজনৈতিক দল সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নিচ্ছে, তাদের বিষয়টিও ক্ষমতাসীনদের ভাবনায় রয়েছে। সব মিলিয়ে গত তিন মেয়াদের চেয়ে এবার মিত্রদের বেশি আসনে ছাড় দিতে পারে আওয়ামী লীগ।
Discussion about this post