এবার প্রেমের টানে আমেরিকা থেকে বাংলাদেশের পাবনাতে এসে ঘর বাঁধলেন এক তরুণী। তরুণীর নাম হারলি এবেগেল আইরিন ডেভিডসন (২০) ওই তরুণী আমেরিকার কেন্টাকি প্রদেশের জর্জটাউন শহরের বাসিন্দা। ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়েছিল।
গত শনিবার (২১ অক্টোবর) রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ওই তরুণী। পরদিন রোববার সকালে ঢাকায় আসাদুজ্জামান রিজুর (২৭) সঙ্গে পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়।
এদিকে বিয়ে পর রিজুর গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদীতি নিয়ে গেলে নবদম্পতিকে একনজর দেখতে বাড়িতে ভিড় করেন এলাকাবাসী। বিয়ের পর ঈশ্বরদী শহরের পিয়ারাখালি এলাকায় বাসাভাড়া নিয়ে নতুন সংসার শুরু করেছেন তারা।
আসাদুজ্জামান রিজু ঈশ্বরদী শহরের পিয়ারাখালী গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি কম্পিউটার সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার কাজের পাশাপাশি ফ্রিল্যান্সিং করেন।
জানা জায়, বছরখানেক আগে থেকেই ফেসবুকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে তারা দুজন বিয়ে করার সিদ্ধান্ত নে্ন। পরে আমেরিকা থেকে বাংলাদেশে আসেন ডেভিডসন।
বিয়ের আগেই ডেভিডসন খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরেইসলাম ধর্মের রীতি মেনে আসাদুজ্জামান রিজুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
রিজু জানান, তারা সারাজীবন একসঙ্গে থাকতে চান। তাদের বাসাটা ছোট হওয়ার কারণে তিনি নতুন বাসা ভাড়া নিতে হয়েছেন। রিজুর সাথে সংসার করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আমিরিকান ওই তরুণী।
Discussion about this post