প্রেমের টানে ইউক্রেন থেকে বাংলাদেশে এসেছেন ৫০ বছর বয়সী সালো নাদিয়া। তিনি কুমিল্লার মোতাসিন বিল্লাহ নামে ৬৩ বছর বয়সী এক প্রেমিকের কাছে ছুটে এসেছেন। গত ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে এসে নাদিয়া নোটারি পাবলিকের মাধ্যমে মোতাসিন বিল্লাহর সঙ্গে বিয়ে করেন।
মোতাসিন বিল্লাহ কুমিল্লার চর্থা বড় পুকুর পাড় এলাকার মৃত আব্দুল হালিম চৌধুরীর ছোট ছেলে এবং একজন ব্যবসায়ী। তিনি বর্তমানে নাদিয়াকে নিয়ে নিজের ফ্ল্যাটে বসবাস করছেন। শনিবার (১ মার্চ) এসব তথ্য জানিয়েছেন মোতাসিন বিল্লাহ।
মোতাসিন বিল্লাহ জানান, ২০১৯ সালে ফেসবুকে সাইকোলজিস্ট সালো নাদিয়ার সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে দুজনের মধ্যে নিয়মিত চ্যাটিং চলতে থাকে এবং এক সময় মোতাসিন বিল্লাহ নাদিয়াকে প্রেম নিবেদন করেন, যেটি সাদরে গ্রহণ করেন নাদিয়া। দুজনের সম্পর্কের গভীরতা বাড়লে তারা একে অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণের সিদ্ধান্ত নেন।
নাদিয়া ইউক্রেনের নাগরিক হলেও তিনি ১৫ বছর ধরে চেক প্রজাতন্ত্রের প্রাগ শহরে বসবাস করছেন এবং সেখানে সাইকোলজিস্ট হিসেবে কাজ করছেন। ইউক্রেনীয় এবং স্প্যানিশ ভাষায় কথা বলতে সক্ষম নাদিয়া ইংরেজিও জানেন। মোতাসিন বিল্লাহ বলেন, তিনি এবং নাদিয়া ইংরেজি ভাষায় যোগাযোগ করেন।
নাদিয়া বাংলাদেশের জলবায়ু ও জনসংখ্যা নিয়ে কিছুটা উদ্বিগ্ন হলেও তিনি বাংলাদেশকে ভালোবাসেন। তার প্রিয় খাবার কুমিল্লার রসমলাই, তবে অতিরিক্ত ঝাল রান্না তার পছন্দ নয়। নাদিয়া কয়েকদিন বাংলাদেশে থাকার পর আবার চেক প্রজাতন্ত্রে ফিরে যাবেন, সেখানে তার ভিসার জন্য চেষ্টা করবেন।
তারা দুই দেশের মধ্যে যাওয়া-আসা করবেন এবং সুখী দাম্পত্য জীবন কাটানোর জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
এম এইচ/
Discussion about this post