ফরিদপুরে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ অধ্যক্ষ মো. মনজুরুল ইসলাম (৫৮) ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা শিক্ষক ও শিক্ষার্থীরা।
সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পযন্ত ফরিদপুর শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এদিন সকাল ১০টার দিকে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি অম্বিকা সড়ক ধরে সরকারি রাজেন্দ্র কলেজের সামনে আসে। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলটি ব্রাহ্ম সমাজ সড়ক হয়ে মুজিব সড়ক দিয়ে আলীপুর মোড় এলাকায় গিয়ে অবরোধ কর্মসূচি শুরু করে। এসময় কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়। চার রাস্তার মোড়ে অবস্থিত শহরের গুরুত্বপূর্ণ এই মোড়টি অবরোধ করায় আশেপাশের বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়।
পরে বেলা ১১টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রেখে আসামি ধরার জন্য আরও কিছু সময় চান। এসময় জেলা প্রশাসক বলেন, এ হামলার বিষয়টি সরকারি ঊর্ধ্বতন পযায়ে জানোনো হয়েছে। পাশাপাশি গতকাল (রোববার) জেলা আইনশৃঙ্খালা কমিটির সভায় আলোচনা হয়েছে। আসামি শনাক্ত করতে ও তদন্তে সময় লাগছে। কাউকে হেরাজমেন্ট করা হবে না। আসাম শনাক্ত ও গ্রেপ্তার হলে তার বিরুদ্ধে সর্চোচ্চ আইনগত পদক্ষের নেয়া হবে।
জেলা প্রশাসক আরও বলেন, পযালোচনা ও আসামিদের শনাক্ত করার জন্য আরেকটু সময় চাই। এ নিশ্চয়তা দিচ্ছি শনাক্ত হওয়ার পর আসামির সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। এ অবস্থায় আপনারা এমন সব কর্মসূচি থেকে বিরত থাকবেন যাতে জনদুর্ভোগ না হয়।
এর পর বক্তব্য দেন এ আন্দোলনের সমন্বয়কারী বিসিএস শিক্ষা ক্যাডারের যুগ্ম আহ্বায়ক এমএম শহীদুল ইসলাম। তিনি জেলা প্রশাসকের বক্তব্যের প্রেক্ষিতে দুই দিন সময় দিয়ে বলেন, আগামী দুইদিনের মধ্যে আসামি ধরা না হলে শিক্ষক ও শিক্ষার্থীরা বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবে।
সমাবেশ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারী ইয়াছিন কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান খান, সারদা সুন্দরী মহিলা কলেজের উপাধ্যক্ষ তালুকদার আনিসুর ইসলাম, সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, জামাল শেখ প্রমুখ ।
এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানার ওসি মো. আসাদউজ্জামান জানান, হামলার আসামিদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামি শনাক্ত করার চেষ্টা করছি।
এ ইউ/
Discussion about this post