আড়াই মাসের লম্বা বিরতিতে প্রভাব পড়েছে সাকিব আল হাসানের ফিটনেসে। পাশাপাশি আঙ্গুলের চোট পুরোপুরি ঠিক না হওয়ায়, রংপুর রাইডার্সের হয়ে বিপিএলের প্রথম ম্যাচে এই অলরাউন্ডারের শতভাগ সার্ভিস পাওয়ার ব্যাপারে শঙ্কা রয়েছে। যদিও ব্যথা নিয়েই বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বোলিং করেছেন এই অলরাউন্ডার।
ওয়ানডে বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে সাকিব আল হাসান। আঙ্গুলের চোটে খেলা হয়নি টুর্নামেন্টের শেষ ম্যাচ। এরপর রাজনীতিতে নাম লিখিয়ে, নতুন পরিচয় গায়ে জড়িয়েছেন টাইগার অধিনায়ক।
তবে নামটা সাকিব আল হাসান বলেই হয়তো সবকিছু সম্ভব। তাই তো মাঠ এবং মাঠের বাইরের ব্যস্ততা একপাশে রেখে, নিজেকে ফেরানোর কাজটা করে যাচ্ছেন ঠিকঠাক ভাবেই। যদিও আড়াই মাসের বিরতি, স্পষ্ট ছাপ ফেলেছে বছর ৩৬-এর এই অলরাউন্ডারের ওপর।
তাই তো ২০ তারিখে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার অপেক্ষায় থাকা রংপুর রাইডার্সের হয়ে, সাকিবের অন্তর্ভুক্তি অনেকটাই অনিশ্চিত। শঙ্কাটা মূলত এই ক্রিকেটারের ফিটনেসকে ঘিরে।
বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘অনেকদিন পড়ে যেহেতু ফিরেছে, ফলে সে নিজেকে ঝালিয়ে নিচ্ছে। ফিটনেসের দিকে তো একটু পিছিয়ে থাকবেই। এটা ঠিক হয়ে যাবে। সে চেষ্টা করছে।’
আঙ্গুল পুরোপুরি ঠিক না হলেও এরই মধ্যে বল নিয়ে হাত ঘোরানোর কাজ শুরু করে দিয়েছেন সাকিব। ব্যথা কিছুটা আছে। তাই প্রথম ম্যাচে বোলিং না করলেও, ব্যাট হাতে নিজের ভূমিকা পালনে প্রস্তুত এই অলরাউন্ডার।
শুক্রবার (১২ জানুয়ারি) থেকে পুরোদমে অনুশীলন শুরু করবেন সাকিব। বিপিএলে তার প্রথম ম্যাচ পুরনো ঠিকানা ফরচুন বরিশালের বিপক্ষে।
এফএস/
Discussion about this post