ফিলিপাইনের কারাগা উপকূলের কাছে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল। দেশটির সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন (সিডব্লিউএ) জানায় বুধবার (১৭ জানুয়ারি) রাত ৮টা ৩২ মিনিটে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়।
জানা যায়, ফিলিপাইনের বিসলিগ শহরের কাছে ভূমিকেন্দ্রের ১০ কিলোমিটার নীচে একটি অগভীর গভীরতায় আঘাত হানে। প্রাথমিক ভূমিকম্পের তথ্যের উপর ভিত্তিতে জানা যায় ভূমিকম্পের আশপাশের এলাকার বাসিন্দারা কম্পন টের পেয়েছে। এদিকে তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত ডিসেম্বরেই ফিলিপাইনের পূর্বাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। উল্লেখ্য, মাটির অগভীরে যেসব ভূমিকম্পের সৃষ্টি হয় সেগুলো অন্যান্য ভূমিকম্পের তুলনায় অনেক ভয়ানক হয়। তবে এবারের ভূমিকম্পটি সমুদ্রের তলদেশে হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে।
এ এস/
Discussion about this post