ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় সারঙ্গানি প্রদেশের দক্ষিণ-পূর্বে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শেষ খবর পাওয়া পর্যন্তও হতাহতের কোন খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
ইউএসজিএস জানিয়েছে, মিন্দানাও দ্বীপের সারঙ্গানি প্রদেশ থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের ৭০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে। মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা এবং ফিলিপাইনের সিসমোলজিক্যাল এজেন্সি অনুসারে জানা যায়, এ ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
সারাঙ্গানি প্রাদেশিক পুলিশ অফিসের চিফ মাস্টার সার্জেন্ট ইয়ান রায় বালান্দান বলেন, ভূমিকম্পটি তাদের প্রদেশে অতোটা শক্তিশালীভাবে আঘাত করেনি। অবকাঠামো বা ঘরবাড়িতে কোনো হতাহতের বা ক্ষতির খবর পাওয়া যায়নি বলে বার্তা সংস্থা এএফপিকে জানান তিনি। সারঙ্গানির দুর্যোগ কর্মকর্তা হারলি সাউরো বলছেন, ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
এ এস/
Discussion about this post