অসহায় ফিলিস্তিনের জনগণকে ২০ লাখ ক্যান টুনাফিশ অনুদান হিসেবে দেয়ার ঘোষনা দিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) এক টুইট বার্তায় পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ বলেছেন যে এই অনুদান ফিলিস্তিনের জনগণের সাথে দেশটির সংহতির প্রতীক। তিনি বলেন, মালদ্বীপের সরকার ও জনগণ সর্বদা ফিলিস্তিনের জনগণের আত্মনিয়ন্ত্রণ ও স্থায়ী শান্তি অর্জনের সংগ্রামে তাদের পাশে থাকবে।
ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সাথে সংঘর্ষে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে, ইসরায়েলের বোমাবর্ষণ এবং গাজা অবরোধ অব্যাহত রয়েছে, দশ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে ক্ষতিগ্রস্তদের মানবিক ও ত্রাণ সহায়তা প্রদানের চলমান প্রচেষ্টাকে সমর্থন করা এই অনুদানের লক্ষ্য।
মালদ্বীপ নিরীহ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি সেনাবাহিনীর ক্রমাগত হামলা বন্ধ করতে অবিলম্বে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বারবার আহ্বান জানিয়েছে।
নীল সাগরের লোনা জলের সাগর বেষ্টিত শতভাগ মুসলিম দেশ পর্যটন নির্ভরশীল মালদ্বীপ। তাদের আয়ের দ্বিতীয় উৎস মৎস্য বিভাগ।
Discussion about this post