যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার উদ্দেশ্যে দুই ইসরায়েলিকে গুলির ঘটনায় এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই দুই ইসরায়েলি পর্যটককে ফিলিস্তিনি মনে করে গুলি করা হয়।
মায়ামি-ডেড কাউন্টি কারাগারের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, রোববার দুটি হত্যাচেষ্টার অভিযোগে ২৭ বছর বয়সী মরদেচাই ব্রাফম্যানকে অভিযুক্ত করা হয় এবং আগের রাতে মায়ামি বিচে গুলির ঘটনায় তাকে আটক করা হয়।
গ্রেপ্তারি প্রতিবেদনে বলা হয়েছে, ‘ব্রাফম্যান পুলিশের কাছে স্বীকার করেছেন তিনি যখন ট্রাক চালাচ্ছিলেন তখন ওই দুই ইসরায়েলিকে ফিলিস্তিনি মনে করে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়।’
স্থানীয় মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভূক্তভোগী দুজন হলেন ইহুদী বাবা ও তার ছেলে। তারা দুজন ইসরায়েল থেকে মায়ামিতে ঘুরতে এসেছিল। সৌভাগ্যক্রমে দুইজনই প্রাণে বেঁচে গেছেন। আহত দুজনের মধ্যে একজনের কাঁধে এবং অন্যজনের বাহুতে গুলি লেগেছে।
স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউপিএলজিকে দেয়া সাক্ষাতকারে গুলিতে আহত হওয়া আরি রেভে বলেন, তারা ট্রাকের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় চালক তাদেরকে লক্ষ্য করে উন্মুক্ত গুলি চালায়।
সূত্র: আল জাজিরা
এস এইচ/
Discussion about this post