ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা ছাড়া ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না সৌদি আরব। ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়ে সৌদির কোনো দাবি নেই- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের পর বুধবার (৫ ফেব্রুয়ারি) এই ঘোষণা দিয়েছে রিয়াদ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিন ইস্যুতে সৌদির অবস্থান খুবই সুস্পষ্টভাবে তুলে ধরেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তার বক্তব্যের কোনও ভিন্ন বা মনগড়া ব্যাখ্যার সুযোগ নেই।

সৌদির প্রকাশিত বিবৃতিতে ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনা প্রত্যাখান করে বলা হয়েছে, ফিলিস্তিন বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তনীয়। এ নিয়ে আলোচনার কিছু নেই।
সূত্র: রয়টার্স
এম এইচ/
Discussion about this post