তামিলনাড়ুতে ফুচকা বিক্রি করে এক বছরে এক ব্যক্তি আয় করেছেন ৪০ লাখ রুপি। সে জন্য তাকে নোটিশও পাঠিয়েছে ভারতীয় আয়কর বিভাগ (জিএসটি)। এই অর্থ পুরোটাই নাকি তার কাছে জমা পড়েছে অনলাইনে। এ কারণেই তাকে নোটিশ ধরিয়েছে জিএসটি কর্তৃপক্ষ।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে তামিলনাড়ুর ওই যুবক ফুচকা বেচে আয় করেছেন ৪০ লাখ রুপি। অনলাইনে ইউপিআই পেমেন্টে তার এই লেনদেনের হিসাব নজরে আসে। এর পরেই তাকে জিএসটি কর্তৃপক্ষ নোটিশ পাঠায়।
নিয়ম অনুযায়ী, কোনো ব্যবসায়ীর বার্ষিক আয় ৪০ লাখ রুপি বা তার বেশি হলে জিএসটি নম্বরে রেজিস্ট্রেশন করতে হয়।
এই নিয়ম বাধ্যতামূলক হলেও ওই যুবক এই রেজিস্ট্রেশন করেননি।
এই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ, তিনি রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবসা করে যাচ্ছেন। এর জেরে গত মাসের ১৭ তারিখ একটি নোটিশ পাঠানো হয় ওই ফুচকাওয়ালাকে। এই নোটিশের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
সূত্র : দ্য ওয়াল
এম এইচ/
Discussion about this post