বাবা খন্দকার আরিফ হোসেনের স্বপ্ন ছিল জাতীয় দলের জার্সি গায়ে ফুটবলের মধ্য দিয়ে দেশকে তুলে ধরবেন বিশ্ব দরবারে। কিন্তু অধরা থেকে গেছে তার সেই স্বপ্ন। তবে ভিন্নভাবেও সেটি পূরণ হয়েছে। খন্দকার আরিফের কন্যা আফঈদা খন্দকার পূরণ করেছেন বাবার অপূর্ণ স্বপ্নকে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ট্রফি হাতে পায় বাংলাদেশ। ভারতের বিপক্ষে ফাইনাল খেলে যুগ্মভাবে শিরোপা জিতলেও সেটি হাতে পেতে টাইগ্রিসদের দশদিন সময় লাগল। যে নির্ধারিত শিরোপা ছিল, সেটি ভারতকে দিয়ে নতুন একটি শিরোপা বাংলাদেশকে বানিয়ে দেওয়া হলো।
এই টুর্নামেন্টে বাংলাদেশের অধিনায়ক ছিলেন আফঈদা খন্দকার। শিরোপা জেতার পরে তার বাবার অধরা স্বপ্নের কথা উঠে আসে গণমাধ্যমে।
খন্দকার আরিফ বলেছেন, ‘আমার ইচ্ছা ছিল একদিন বড় ফুটবলার হবো। কিন্তু সেটি হতে পারিনি। তবে আমি সার্থক। আমার মেয়ে জাতীয় দলের জার্সি পরছে, তার নেতৃত্বেই সাফ অনূর্ধ্ব-১৯ এর শিরোপা জিতেছে বাংলাদেশ। আমার অপূর্ণতা এখন পূর্ণ হয়েছে মেয়ের হাত ধরে।’
মেয়ের এমন সফলতায় খুশি এলাকার লোকজনও। তবে মেয়ে হয়েও ফুটবল খেলায় একসময়ে তাদের বাঁকা চোখের চাহনি হয়েছিলেন আফঈদা। তবে বাবা পাশে থাকায় তেমন সমস্যা হয়নি মেয়ের এগিয়ে যেতে। আফঈদা বলেছেন, ‘বাবা আমাকে সবসময় এগিয়ে যেতে সহায়তা করেন। তিনি আমার গৃহশিক্ষক। অনেকে অনেক কথা বলে, কিন্তু বাবার কারণে তার প্রভাব আমার ওপরে পড়ে না। আমাকে তিনি ফুটবলার বানাতে চেয়েছেন, আর আমি সেটি হতে পেরে গর্বিত।’
এ দিকে নানা নাটকীয়তার পরে এবারের সাফে যুগ্ম চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বিষয়টিকে হালকাভাবে নিতে পারছেন না বাংলাদেশের অধিনায়ক। তিনি বলেছেন, ‘মনের মধ্যে একটা খুঁতখুঁত থেকেই যাচ্ছে। ভারতকে হারিয়ে এককভাবে চ্যাম্পিয়ন হতে পারলে ভীষণ ভালো লাগত। তবে এবার না হলেও আমরা হাল ছাড়ছি না। যতদিন ফুটবলে খেলব ততদিন বাংলাদেশকে শিরোপা জেতানোর জন্য সব ধরণের চেষ্টা করে যাবো।’
এফএস/
Discussion about this post