বিএনপিবিহীন এবারের সংসদ নির্বাচনে ২৯৯ আসনে প্রতিদ্বিন্দ্বীতা করছেন ১৯৭০ প্রর্থী। তবে এতোসব প্রার্থীর মধ্যে সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে-বেশি কয়েকজন জনপ্রিয় ক্যান্ডিডেট। নিজ আসনে কে জয়ী হলো বা পরাজিত হলো তার চেয়ে বেশি আগ্রহ রয়েছে সামাজিক মাধ্যমে জনপ্রিয় এসব প্রার্থী কত ভোট পেলো তা নিয়ে।
এসব জনপ্রিয় ব্যক্তিদের তালিকায় সবার ওপরের দিকে রয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান, নায়িকা মাহিয়া মাহি, নায়ক ফেরদৌস, নিক্সন চৌধুরী, ব্যারিস্টার সুমন, মাশরাফিসহ আরও কয়েকজন। ক্রিটেকে পাক্কা খেলোয়াড় হলেও রাজনীতিতে একেবারে আনাড়ি সাকিব আল হাসান।
মাগুরা-১ আসন থেকে নৌকার টিকিট পান তিনি। ক্ষমতাসীন দলের টিকিট না পেলে হয়তো বেশ লড়াই করতে হতো তাকে। কিন্তু এখন তার জয় পাওয়াটা সময়ের ব্যাপার বলছেন অনেকে। আগ্রহ রয়েছে নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্ত্তোজাকে নিয়েও। তিনি নড়াইল-২ আসন থেকে নৌকার প্রার্থী হয়েছেন। তার জয় পাওয়া নিয়েও কোন সমিকরণ নেই বলেই মনে করা হচ্ছে।
ঢাকা-১০ আসন থেকে প্রথমবারের মতো নৌকার মাঝি হয়েছে নায়ক ফেরদৌস। তার আসনে শক্ত কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় তার জয় নিয়েও তেমন কোন সমিকরণ নেই। এদিকে নৌকার টিকিট না পেয়ে রাজশাহী-১ থেকে ট্রাক প্রতিকে লড়াছেন নায়িকা মাহিয়া মাহি। সেখানে নৌকা পেয়েছেন ওমর ফারুক চৌধুরী। সেখানে বেশ শক্ত স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন । তাই সেখানে মাহি জয় পাবে কিনা তা নিয়ে হিসেব-নিকেষ চলছে।
তবে নৌকা প্রতিক না পেলেও একক ভাবে দাপট দেখিয়ে যাচ্ছেন ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন। ২০১৮ সালের নির্বাচনেও স্বতন্ত্র থেকে দাড়িয়ে বিপুল ভোটে নির্বাচতি হন তিনি। এবারও নৌকা প্রতিকের কাজী জাফর উল্লাহকে হারিয়ে দেবেন বলে ধারণা করছেন কেউ কেউ।
ভোটের ফলাফল নিয়ে সাধারণ মানুষের নজর থাকবে হবিগঞ্জ- ৪ আসনে। কারণ সেখানে স্বতন্ত্র হিসেবে লড়ছেন সামাজিক মাধ্যমে বিপুল জনপ্রিয়- ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তার প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতিকের বর্তমান সংসদ সদস্য মো. মাহবুব আলী। স্থানীয় ভোটাররা ধারণা করছেন, প্রথমবারই চমক দেখাতে পারেন ব্যারিস্টার সুমন।
এ এস/
Discussion about this post