ফের মা হচ্ছেন টলি কুইন কোয়েল মল্লিক। বৃহস্পতিবার নিজেই সুখবর ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। ছেলে কবীর ও স্বামী নিসপালকে সঙ্গে নিয়েই একটি সুন্দর মুহূর্ত ভাগ করেছেন অভিনেত্রী। বাড়িতে নতুন অতিথি আগমনের খবরে খুশি পরিবারও।
সোশ্যাল মিডিয়ায় ছেলে ও স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে কোয়েল লিখেছেন, ‘কবীর এবার দাদা হতে চলেছে। আমাদের পরিবারে নতুন সদস্য আসছে। আপনাদের ভালোবাসা আর প্রার্থনা প্রয়োজন।’ পোস্ট শেয়ার করতেই মুহূর্তে আনন্দের বন্যা। সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন তাঁদের। মল্লিক বাড়িতে বড় করে দুর্গাপুজো হয়। নানা মুহূর্তে দেখা যায় সেখানে কোয়েলকে। এ বার একেবারে অন্যমুডে অভিনেত্রী।
এই সময় অনলাইনকে অভিনেতা রঞ্জিত মল্লিক বলেছেন, ‘খুব ভালো খবর। আমি আবার দাদু হচ্ছি।’ চলতি বছরের শেষেই তাঁদের পরিবারে নতুন অতিথি আসবে বলে জানা গিয়েছে। ২০২০ সালের ৫ মে কোয়েলের কোলজুড়ে এসেছিল পুত্র কবীর। এবার দেবীপক্ষের শুরুতেই এই সুন্দর মুহূর্ত ভাগ করলেন অভিনেত্রী। ২০১৩ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন কোয়েল ও নিসপাল। কোয়েলের আগামী ছবি অরিন্দম শীল পরিচালিত একটি খুনির সন্ধানে মুক্তি পাওয়ার কথা। যেখানে আবারও মিতিন মাসির চরিত্রে দেখা যাবে কোয়েলকে।
একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন কোয়েল। অনুরাগীরা এমন সুন্দর মুহূর্তের খবরে আনন্দে আত্মহারা বলা চলে। শুভশ্রী থেকে পরমব্রত, ঋতুপর্ণা সেনগুপ্ত, নুসরত, মিমি সকলেই শুভেচ্ছা জানিয়েছেন কোয়েলকে। প্রসঙ্গত, দিনকয়েক আগেই অভিনেতা জিৎ-এর ঘরে এসেছে পুত্রসন্তান। এ বার কোয়েলের সুখবর শুনে শুভেচ্ছা জানিয়ে জিৎ লিখেছেন, ‘পরিবারের সকলকে শুভেচ্ছা।’
এম এইচ/
Discussion about this post