রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালী এলাকায় আবারও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে সোমবার সন্ধ্যা থেকে কলেজটির সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কলেজটির মেইন গেটের সামনে আবারও অবরোধ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরে কমিশন গঠনের সিদ্ধান্ত প্রকাশ না করায় আবারও এ অবরোধ।
গুলশানের ট্র্যাফিক বিভাগ জানায়, তিতুমীর কলেজের ছাত্ররা তাদের কলেজের সামনের রাস্তা অবরোধ করে আবার আন্দোলন করছে। আমতলি থেকে গুলশানগামী এবং গুলশান থেকে মহাখালী-তেজগাঁওগামী যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
এর আগে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে এসে মহাখালী রেলক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন। বিকেল ৪টা পর্যন্ত এই অবরোধ চলে। পরে অবরোধ তুলে নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ১২ সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক করেন।
এছাড়া প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, তিতুমীর কলেজের ভাই-বোনদের বলব, আপনারা শান্ত হন। সাত কলেজের বিষয়ে কথা চলছে। একটা আশু সমাধান আসবে বলে আমরা আশা করি।
উক্ত ব্রিফিং থেকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরে কমিশন গঠনের সিদ্ধান্ত প্রকাশ না করায় আবারও এ অবরোধ করা হয়।
এ ইউ/
Discussion about this post