গত বছরের অক্টোবরে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছিলেন ফ্রান্সের সাবেক ফুটবলার করিম বেনজেমা। এ ঘটনার জেরে বেনজেমার বিরুদ্ধে মুসলিম ব্রাদারহুডের সম্পৃক্তরা অভিযোগ এনেছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন। এবার তার বিরুদ্ধে সেই ঘটনায় মানহানির মামলা করেছেন বেনজেমা।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেনজেমার আইনজীবী হিউজ ভিগিয়ের দেশটির বিশেষ আদালত কোর্ট ডি জাস্টিসে মামলা দায়ের করেন। খবর বিবিসি
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর, গাজায় নির্বিচার বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। তার প্রতিবাদে করিম বেনজেমা সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে লেখেন, আমাদের সমস্ত প্রার্থনা গাজার বাসিন্দাদের জন্য, যারা আবারও এই অন্যায় বোমা হামলার শিকার হচ্ছে, যেখানে কোনো নারী বা শিশুও রেহাই পাচ্ছে না। ব্যালন ডি’অরজয়ী ফরাসি এই তারকার এমন পোস্টে ক্ষোভ প্রকাশ করেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী দারমানিন। এরপর এক টিভি চ্যানেলে দারমানিন বলেন, তার (করিম বেনজেমা) সঙ্গে ‘মুসলিম ব্রাদারহুডে’র কুখ্যাত সম্পৃক্ততা আছে।
ডারমানিনের অভিযোগের পর তৎক্ষণাৎ আইনজীবীর মাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলেন ফরাসি তারকা। এবার হাঁটলেন আইনি পথে। বেনজেমা তার মামলায় লিখেছেন, মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তাকে রাজনৈতিক খেলায় ব্যবহার করা হচ্ছে, যা কলঙ্কজনক। মন্তব্যটি তার সম্মান ও সুনামকে ‘ক্ষুণ্ন’ করেছে।
বেনজেমার আইনজীবী হিউজ ভিগিয়ের ফরাসি আউটলেট আরটিএলকে বলেছেন, তিনি (বেনজেমা) ‘রাজনৈতিক শোষণ’ এর শিকার এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘ফ্রান্সে বিভাজন বপন’ করার জন্য অভিযুক্ত করেছেন।
প্রসঙ্গত, মুসলিম ব্রাদারহুড ১৯২৮ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১২ সালে ব্রাদারহুড মিশরে সরকার গঠন করলেও এক বছরের মাথায় তাদের পতন ঘটে।
এ এস/
Discussion about this post