ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর মুলহাউসে ছুরি হামলায় একজন ব্যক্তি নিহত এবং তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ৩৭ বছর বয়সী আলজেরিয়ান এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ এনে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রসিকিউটর। ওই ব্যক্তি ছুরি হামলার সময় আল্লাহু আকবার বলে চিৎকার করেন। খবর বিবিসি
ছুরি হামলায় ঘটনায় পুলিশের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে একজনের ঘাড়ে এবং আরেক জনের বুকে আঘাত লেগেছে। হামলায় সময় ৬৯ বছর বয়সী এক পর্তুগীজ বাধা দেয়ার চেষ্টা করলে তাকে হত্যা করা হয়।
স্থানীয় প্রসিকিউটর জানিয়েছেন, ওই ব্যক্তি সন্দেহভাজন সন্ত্রাসবাদী নজরদারি তালিকায় ছিলেন এবং তার বিরুদ্ধে বহিষ্কারের আদেশ ছিল। প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এ ঘটনাকে ‘ইসলামি সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন।
নিহত ব্যক্তির পরিবারের প্রতি শোক প্রকাশ করে প্রেসিডেন্ট ম্যাক্রো বলেন, আমাদের মাটি থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতে চাই। সরকার প্রধান হিসেবে এটা আমার দৃঢ় সংকল্প।
ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর সমর্থনে একটি বিক্ষোভের সময় ছুরি হামলার ঘটনা ঘটে, যেখানে পুলিশ সদস্যরা টহলের দায়িত্বে ছিলেন।
এ ইউ/
Discussion about this post