ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী প্যারিসের অদূরে সুসি-এন-ব্রি শহরের একটি ইনডোর স্টেডিয়ামে ‘আইছা কাপ এন্ড ইউরো দ্বৈত টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে ফ্রান্স, যুক্তরাজ্য, মাল্টাসহ ইউরোপের কয়েকটি দেশ থেকে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়রা অংশ নেন। ফ্রান্সের প্রশাসনিক সহায়তা ও সামজিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আইছা প্রো এর পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টের আয়োজন করে চান্দলা নিউ স্টার ক্লাব, বিয়ানীবাজার।
আয়োজকরা জানান, ২৪ টিমে ৪৮ জন খেলোয়াড় টুর্নামেন্টে অংশ নিয়েছেন। টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে ব্যাডমিন্টন হাউজ,সিলেট দলের জয়নাল আবেদিন ও সাকিল খান জুটি। রানার্সআপ হয়েছে পাকশাইল স্পোর্টিং ক্লাব, বড়লেখার জয়নুল আহমদ ও এন এইচ সমরাজ জুটি।
বিকেলে ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা। আইসা প্রো এর চেয়ারম্যান ওবায়দুল্লাহ কয়েছের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিডি ফার্নিচারের স্বত্বাধিকারী ফ্রান্সের বিশিষ্ট ব্যবসায়ী মিয়া মাসুদ।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও ছড়াকার লোকমান আহমদ আপন, মন্ডিয়াল ট্রাভেলসের চেয়ারম্যান হাসান ইব্রাহিম, চান্দলা নিউ স্টার ক্লাবের সভাপতি ফয়ছল আহমদ,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ সুলতান আহমদ লিটন, টুর্নামেন্টের অন্যতম পরিচালক আকমল হোসাইন, কাইয়ুম প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি মিয়া মাসুদ তার প্রতিষ্ঠান বিডি ফার্নিচারের পক্ষ থেকে বিজয়ী ও বিজিত দলের সদস্যদের ৫০০ ইউরো উপহার দেন।
সূত্র: সময় টিভি
এস/এইচ
Discussion about this post