নির্মাতা হিসেবে যেমন জনপ্রিয় তেমনি জনপ্রিয় হয়ে উঠেছেন বিচারক হিসেবেও। বলছি মোস্তফা সরয়ার ফারুকীর কথা। বিশ্বমহলেও তার নাম ছড়িয়েছে। দেশ ছাড়া বিদেশেও বিচারকের আসনে সুনাম কুড়িয়েছেন এই নির্মাতা।
এবার তিনি চমক দেখাবেন ইউরোপের দেশ ফ্রান্সের একটি উৎসবে। ‘ভেসুল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব এশিয়ান সিনেমা’ এর একটি উৎসবে তাকে দেখা যাবে।
ফ্রান্সের এই উৎসবটি প্রায় তিন দশক ধরে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে। এটি মূলত এশিয়ার সিনেমা নিয়ে হয়ে থাকে।
এবার এই উৎসবে বাংলাদেশি নির্মাতা হিসেবে জুরি বোর্ডে জায়গা পেলেন ফারুকী। আন্তর্জাতিক বিভাগের চলচ্চিত্র দেখে বিচার-বিশ্লেষণ করার সুযোগ পাবেন তিনি। এটিও একটি অর্জনের মতোই।
এই জুরি বোর্ডের সভাপতি হিসেবে থাকবেন ইরানি নির্মাতা মোহসেন মাখমালবাফ। এছাড়া অন্য দুই সদস্য হিসেবে থাকছেন তাইওয়ানের চলচ্চিত্রকার জিরো চৌ ও জাপানের অভিনেতা শজেন। এই তথ্য নিশ্চিত করেছে উৎসব কর্তৃপক্ষ।
এই উৎসবটি শুরু হবে আগামী ৬ ফেব্রুয়ারি। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগেও ভেসুল উৎসবে অংশ নিয়েছেন ফারুকী।
এফএস/
Discussion about this post