ধীরে ধীরে জমে উঠছে অমর একুশে বইমেলা। সময় যত যাচ্ছে প্রকাশ পাচ্ছে বিভিন্ন ধরনের বই। মেলায় লেখক, প্রকাশক-পাঠকদের সমাবেশ ঘটছে। এবারের বইমেলায় ব্যতিক্রমী একটি বই পাঠকের নজর কেড়েছে।
চিঠির সংকলন ‘প্রবাসের ছিন্নপত্র’ বইটি প্রকাশ হয়েছে সাহিত্যদেশ প্রকাশনী থেকে। লিখেছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীরা। অর্ধশতাধিক প্রবাসীর লেখা প্রকাশের উদ্যোগ নিয়ে প্রসংশা কুড়িয়েছে দেশটিতে থাকা বইপড়ুয়াদের সংগঠন আরবান রিডার্স।
বইমেলায় বন্ধুদের নিয়ে এসেছেন প্রবাসীর দিগন্তের বার্তা প্রধান ইমরান মিয়া। ইমরান বলেন, ‘’চিঠির সংকলন ‘‘প্রবাসের ছিন্নপত্র’’ বইটি পড়ে ভালো লেগেছে। এ জন্য একটি বই কিনেছি। চিঠিগুলো অনেক ভালো হয়েছে। তরুণ-তরুণীরা বইটির প্রতি আগ্রহ দেখাচ্ছে। কারণ বর্তমান সময়ে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা। বইটিতে প্রবাসীদের সুখ-দুঃখ, হাসি-কান্না ও জীবনমানের কথা উঠে এসেছে। প্রবাস থেকে বই প্রকাশের মহান উদ্যোগকে সাধুবাদ জানাই।’
মেলায় ‘প্রবাসের ছিন্নপত্র’ বই কিনছেন রাজধানীর খিলগাঁও কলেজের শিক্ষার্থী মোহাম্মদ নাঈম। নাঈম বলেন, ‘প্রবাসের ছিন্নপত্রের মাধ্যমে খুব সহজেই প্রবাসীদের সম্পর্কে জানতে পেরেছি। চিঠিগুলো পড়ে খুব ভালো লেগেছে। মেলা থেকে দুটি বই কিনেছি। একটি বই গিফট করবো, আরেকটি নিজের জন্য।’
এই শিক্ষার্থী আরও বলেন, ‘বায়ান্ন প্রবাসী লেখকের প্রতিটি লেখা অসাধারণ হয়েছে। চিঠিগুলোতে দেশপ্রেম, আবেগ ও ভালবাসার কথা উঠে এসেছে। সব শ্রেণীর মানুষ বইটি একবার হলেও হাতে নিচ্ছে। তবে এবারের বইমেলায় ব্যতিক্রমী বইটি পাঠকের নজর কেড়েছে।’
আরবান রিডার্সের মুখপাত্র নওশের আলী বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘ কয়েকবছর ধরে প্রবাসীদের বই পড়ার পাশাপাশি লেখালেখিতে উৎসাহ দিয়ে আসছে আরবান রিডার্স। দুবাইয়ের প্রথম ও দ্বিতীয় বাংলাদেশ বইমেলায় আরবান রিডার্স সক্রিয় অংশগ্রহণ করে একাধিক বই প্রকাশ করে। তারই ধারাবাহিকতায় এবার অমর একুশে বইমেলায় ‘‘প্রবাসে ছিন্নপত্র’’ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়।’
চিঠির সংকলন ‘প্রবাসের ছিন্নপত্র’ বইটিতে প্রবাসীদের মধ্যে ৫২ জন লেখক অংশগ্রহণ করেছেন। এরমধ্যে নারী ১২ জন, পুরুষ ৪০ জন। বইটি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের উৎসর্গ করা হয়েছে।
এ এস/
Discussion about this post