চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলের আনোয়ারা প্রান্তের ওয়্যার হাউজের গুদামে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
রোববার (১০ মার্চ) দুপুর আড়াইটার দিকে ওই গুদামে আগুনের সূত্রপাত ঘটে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, দুপুর ২টার দিকে বঙ্গবন্ধু টানেলের ওয়্যার হাউজে আগুন লাগে। আগুন লাগার পর টানেলে নিয়োজিত ফায়ার সার্ভিসের ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন এখনো পুরোপুরি নিভেনি। ঝুঁকি এড়ানোর জন্য চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গা থেকে আরও ৬টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
এ এস/
Discussion about this post