বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ এসএম মিল্লাত হোসেনকে চেম্বার থেকে তুলে নিয়ে পিটিয়ে পুলিশে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।
সোমবার (৫মে) রাত সোয়া ৮টার দিকে শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয় মার্কেটের নিজ চেম্বার থেকে তাকে তুলে নেয়ার পর শহীদ আবদুল জব্বার সড়ক, কালিবাড়ী মোড় ও পৌরসভা লেন ঘুরিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার পথে থেমে থেমে মারধর করা হয়।
এস এম মিল্লাত স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি এবং বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক। তিনি শহরের নাটাইপাড়া এলাকার বাসিন্দা।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক ডা. আবদুল্লাহ আল সানী বলছেন, ছয় মাস আগে আলটিমেটাম দিয়েছিলাম, আমাকে দুর্বল মনে করেছে। আমি স্পষ্ট কথা বলে দিতে চাই, বেশি কথার মানুষ না, এক কথার মানুষ। একবার বলেছি মানে ওটাই ওয়ার্নিং হয়ে গেছে। সময়মতো ধরে ফেলে দিয়েছি। তুই আমার ভাইদের ২০-২৫ বছর ধরে মারচু। দীলিপ রায়ের কোনো সিন্ডিকেট রাখব না, আমরা আসতেছি। হাসনাতের ওপর হামলা হয়েছে।
বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, এনসিপির নেতাকর্মীরা এস এম মিল্লাতকে আটক করে আমাদের কার্যালয়ে সোপর্দ করেছেন। পরে তাকে সদর থানা পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
পরে রাতে ডাঃ এসএম মিল্লাতকে সদর থানা পুলিশ হেফাজতে বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা দেয়া হয় বলে জানা গেছে।
এস এইচ/
Discussion about this post