বজ্রপাতে বসতঘরে আগুন লেগে মা ও ছেলে পুড়ে ছাই হয়েছে রোববার (৫ মে) ভোর ৫টার দিকে খাগড়াছড়ির দীঘিনালায় । এ ঘটনা ঘটে উপজেলার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গোরস্থান এলাকায়। মৃতরা হলেন- একই এলাকার হাসিনা বেগম (৩০) ও তার শিশু সন্তান হানিফ (৮)।
মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুনঃ ইসরায়েলকে সম্পর্ক স্থাপনে কঠিন শর্ত দিল সৌদি
তিনি জানান, শনিবার (৪ মে) রাত থেকে বৃষ্টি হচ্ছিল। রোববার ভোর ৫টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাতে দীঘিনালার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গোরস্থান এলাকার একটি বসতঘরে আগুন লেগে যায়। এ সময় ওই আগুনে বসতঘরেই পুড়ে অঙ্গার হয়ে যান মা হাসিনা বেগম ও তার ছেলে। কিন্তু ওই বাড়িতে থাকা আরেক শিশু হাফিজুর রহমান (১০) প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যাওয়ায় সে প্রাণে বেঁচে যায়।
এ এ/
Discussion about this post