কিশোরগঞ্জের ভৈরবে পৌর এলাকার কালিপুরে বড় ভাই মো. রইছ মিয়ার (৭০) মৃত্যুর খবর শুনে ছোট ভাই তাহের মিয়া (৬৫) মারা গেছেন। নিহত মো. রইছ মিয়া ও তাহের মিয়া মৃত দুধ মোল্লার ছেলে। রইছ মিয়ার ও তাহের মিয়ার জানাজা একই সঙ্গে বাদ মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত হয়। পরে এলাকার পুরাতন ঈদগাঁ কবরস্থানে দাফন করা হয়।
এলাকাবাসী জানায়, বুধবার (১৬ এপ্রিল) বেলা ১০টার দিকে রইছ মিয়া অসুস্থজনিত কারণে তার নিজ বাড়িতে মারা যান। বড় ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার পর আপন ছোট ভাই অসুস্থ বোধ করেন। বেলা ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পর মো. তাহের মিয়াও মারা যান।
মো. রইছ মিয়ার ছেলে মো. আল-আমিন বলেন, আমার বাবার মৃত্যু শোক সইতে না পেরে আমার চাচাও মারা গেছেন। আমার বাবা ও চাচার জানাজা এক সঙ্গে পড়ানো হয়েছে। পরে কালিপুর পুরাতন ঈদগাহ কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।
ভৈরব পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি হাজি মো. শাহিন বলেন, আমাদের এলাকার মাধ্যে রইছ মিয়া ও তাহের মিয়া অনেক ভালো মানুষ ছিলেন। তারা এক সঙ্গে চলাফেরাসহ সকল কাজ দুই ভাইয়ে পরামর্শ নিয়ে করতেন। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ ইউ/
Discussion about this post