স্থায়ী ক্যাম্পাস ও বোর্ড অব ট্রাস্টি নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করেছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সড়ক অবরোধ করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনরত শিক্ষার্থী হাসিবুল ইসলাম রেমন বলেন, আমরা সবশেষ গত আগস্ট মাসে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করেছিলাম। তখন প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছিল ডিসেম্বরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসের দাবি মেনে নেবেন। কিন্তু এখনও আমরা কোনো ফলাফল পাইনি।
তিনি জানান, এই মুহূর্তে অযোগ্য, দুর্নীতিবাজ ভিসি ও বিওটির চেয়ারম্যান থেকে বিশ্ববিদ্যালয়কে মুক্ত করে স্থায়ী ক্যাম্পাসের দাবি পূরণ করতে হবে।
এস এইচ/
Discussion about this post