জামিনে মুক্তি পেলেন বাংলাদেশ থেকে বিপুল অর্থপাচারে অভিযুক্ত পি কে হালদার। ১০ লাখ রুপি বন্ডের বিনিময়ে তার জামিন মঞ্জুর করেছে কলকাতার একটি আদালত।
আজ শুক্রবার ব্যাঙ্কশাল কোর্টের অন্তর্গত নগর দায়রা আদালতে জামিন শুনানি শুরু হয়। এ সময় পি কে হালদারের সঙ্গে জামিন পান স্বপন কুমার মিস্ত্রি ও উত্তম কুমার মিস্ত্রি। তবে জামিন পেলেও মামলা শেষ না হওয়া পর্যন্ত আদালতে নিয়মিত হাজিরা দিতে হবে বলে শর্ত দেওয়া হয়েছে। একই সঙ্গে এ সময়ের মধ্যে পশ্চিমবঙ্গ কিংবা ভারত ছাড়তে পারবেন না তাঁরা।
ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আইনজীবী অরিজিৎ চক্রবর্তী বলেন, বাংলাদেশে পি কে হালদারের যে দণ্ডাদেশ, তার কোনো নথি যেহেতু জমা দেওয়া যায়নি, তাই পি কে হালদারকে জামিন দিয়েছেন বিচারক।
এর আগে গত ২৭ নভেম্বর জামিন পান পি কে হালদারের ভাই প্রাণেশ হালদার, আমিনা সুলতানা ওরফে শর্মি হালদার ও ইমন হোসেন।
২০২২ সালের ১৪ মে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা থেকে পি কে হালদারসহ ৬ জনকে গ্রেপ্তার করে ইডি। এরপর থেকে দেশটিতেই কারাবন্দি ছিলেন তারা। অবৈধভাবে অর্থপাচার এবং দুর্নীতি প্রতিরোধ আইনে এ ৬ জনকে গ্রেফতার করা হয়েছিল।
এ ইউ/
Discussion about this post