তুরস্কের নৌ-বাহিনীর জাহাজ টিসিজি কিনালিয়াদা (এফ-৫১৪) বাংলাদেশে আসছে। চট্টগ্রামে বন্ধুত্বপূর্ণ সফরে আসবে জাহাজটি। জাহাজটি চট্টগ্রাম বন্দরে মঙ্গলবার (৭ মে) সকাল ১০টা নাগাদ পৌঁছানোর কথা রয়েছে।
ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন জাহাজটিকে স্বাগত জানাবেন।
আরও পড়ুনঃ উপজেলা পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
বাংলাদেশ ও তুরস্কের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে জাহাজটি চট্টগ্রাম বন্দরে আসবে। এটা শুভেচ্ছা সফর। চার থেকে পাঁচদিনের মতো জাহাজটি বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে। সম্প্রতি ঢাকায় দেশটির দূতাবাস কূটনৈতিক পত্রের মাধ্যমে নৌ-বাহিনীর জাহাজটি বাংলাদেশ সফরের তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে।
উল্লেখ্য, তুর্কি নৌবাহিনীর জাহাজ ‘টিসিজি কিনালিয়াদা’ ৭-৯ মে বাংলাদেশ সফর করবে। তুর্কি নৌবাহিনীর এ জাহাজটি সাড়ে চার মাসের যাত্রায় ২০টি দেশের ২৪টি বন্দরে ভিড়েছে। এ সফরের লক্ষ্য নৌবাহিনী ও দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন। এরই ধারাবাহিকতায় তার আঞ্চলিক সফরের পরিপ্রেক্ষিতে ‘টিসিজি কিনালিয়াদা’ চট্টগ্রাম বন্দরে আসছে। মঙ্গলবার (৭ মে) সকাল ১০টায় জাহাজটির চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
এ এ/
Discussion about this post