ভারী বৃষ্টিপাতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্য। রাজধানী ব্রিসবেন থেকে উত্তরের কয়েকটি শহর ঘূর্ণিঝড় পরবর্তী টানা বৃষ্টিপাতে তলিয়ে গেছে। বন্যার পানিতে প্রদেশটির একটি বিমানবন্দর প্লাবিত হয়েছে।
রাজ্যটির উত্তরাঞ্চলের কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।এ ছাড়া আরও বহু মানুষ আটকা পড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, বন্যার পানিতে বিমানবন্দরটিতে থাকা বিমানগুলো ডুবন্ত অবস্থা রয়েছে। এ ছাড়া শহরের কিছু এলাকায় কুমিরও দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা নৌকায় করে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছেন।
তবে বন্যায় এখন পর্যন্ত কোনো নিহত এবং নিখোঁজের খবর পাওয়া যায়নি। আগামী ২৪ ঘণ্টায় কুইন্সল্যান্ডে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে, বন্যার কারণ অনেক বাড়ি ডুবে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ এবং ডুবে গেছে রাস্তাঘাটও। দেখা দিয়েছে সুপেয় পানির অভাব।
খারাপ আবহাওয়া শুরু হওয়ার পর থেকেই কেয়ার্নস শহরে ২ মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কুইন্সল্যান্ডের প্রিমিয়ান স্টিভেন মাইলস অস্ট্রেলিয়ার টেলিভিশনকে জানান, প্রাকৃতিক দুর্যোগটি সবচেয়ে খারাপ হবে বলে ধারণা করছি।
তিনি আরও বলেন, বন্যার যারা আটকে পড়েছে দ্রুতই তাদের উদ্ধার করতে হবে। কারণ পানির পরিমাণ বাড়ছে। বন্যায় এক শিশুসহ নয়জন আহত হয়েছেন। পানি বেড়ে যাওয়ার কারণে তারা রাতভর বাড়ির ছাদে আশ্রয় নিয়েছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না।
Discussion about this post