অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় পানিবন্দি বন্যার্তদের ঘরে ঘরে গিয়ে ত্রাণ বিতরণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি।
শুক্রবার (১৪ জুন) দুপুর থেকে রাত পর্যন্ত সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ও দশঘর ইউনিয়নের ৫ শতাধিক বন্যার্ত পরিবারের হাতে ত্রাণ তুলে দেন তিনি।
বিতরণকৃত ত্রাণের মধ্যে ছিল পরিবার প্রতি ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ কেজি মুড়ি, ১ কেজি গুড়, ১ কেজি চিনি, ২ প্যাকেট লাচ্ছি সেমাই, ২ প্যাকেট লুডুলস, ৫ প্যাকেট খাবার সেলাইন, ১০ পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।
ত্রাণ বিতরণকালে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেন, পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারনে নদ-নদী উপচে হাওরের বিস্তীর্ণ নিন্মাঞ্চল প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হয়েছে। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন বন্যাদুর্গত এলাকার যেতে এবং বন্যার্ত মানুষের পাশে থাকতে। বন্যার্তদের দুঃখ-দুর্দশা দেখার পাশাপাশি পর্যাপ্ত মানবিক সহায়তা দেয়ার জন্য এবং আরও কোন কিছুর প্রয়োজন আছে কিনা তাও জানতে হবে। প্রধানমন্ত্রী বন্যার্তদের পাশে আছে বলেই বন্যা কবলিত মানুষকে দুই হাত খুলে সহযোগীতা প্রদানের নির্দেশনা দিয়েছেন আমাদেরকে।
ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার, সহকারী কমিশনার (ভ‚মি) আলাউদ্দিন কাদের, থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দস আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, সদস্য শেখ আজাদ, কাউন্সিলর রফিক হাসান, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মতসিন, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, সদস্য এমদাদ হোসেন নাঈম, জাবেদ আহমদ, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুমিন, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, দশঘর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল গফুর, ফারুক আহমদ, মহিলা মেম্বার সাবিনা ইয়াসমিন, উপজেলা শ্রমিক লীগের অর্থ সম্পাদক দুলাল আহমদ, উপজেলা যুবলীগ নেতা এনামুল হক এনাম, উপজেলা ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুখন, উজ্জ্বল আহমদ, কয়েস আহমদ, সাইদুল ইসলাম, রাকিব আলী, দশঘর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহির আহমদ, সহ সভাপতি শাহান শাহ প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ।
টিবি
Discussion about this post