বাংলাদেশের বন্যা কবলিত এলাকার মানুষের জন্য ১০ লাখ ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে অস্ট্রেলিয়ান হাইকমিশনার নারদিয়া সিম্পসন এ সহায়তার কথা জানান।
ড. ইউনূস বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসায় ধন্যবাদ জানান এবং বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান।
সাক্ষাতে তারা বঙ্গোপসাগারের নিরাপত্তা, রোহিঙ্গা সমস্যা, মানবাধিকার, অর্থনৈতিক সম্পর্ক এবং সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে আলোচনা করেন।
এ সময় অস্ট্রেলিয়ার হাইকমিশনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার কথা জানান।
টিবি
Discussion about this post