বাংলাদেশ নজিরবিহীনভাবে এবারের বন্যায় বিপর্যস্ত। এর বিপরীতে বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছে সারাদেশের মানুষ। চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রী ইউটিউবার ইনফ্লুয়েন্সাররাও বাদ যাননি।এরই মধ্যে এক ব্যতিক্রমী আয়োজন হতে চলেছে বন্যার্ত অসহায় মানুষদের জন্য। এক উন্মুক্ত মঞ্চে ১৫ টি চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা।
জানা গেছে, ইনডিপেনডেন্ট ফিল্ম মেকারস কমিউনিটি নামে একটি সংস্থা বন্যাদুর্গতদের সহায়তায় সিনেমা প্রদর্শনীর আয়োজন করেছে। সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে আগামী ৩০ আগস্ট স্বল্পদৈর্ঘের ১৫টি সিনেমা প্রদর্শিত করা হবে। চার ঘণ্টাব্যাপী প্রদর্শনী হবে সিনেমাগুলোর।
প্রথম সেশনে দেখানো হবে ৬ টি সিনেমা। ইভান মনোয়ারের পরিচালনায় ‘দ্য সাউন্ড ইজ লাউড’, এ কে এম জাকারিয়ার ‘ইতি ছালমা’, ফুয়াদ নাসেরের ‘হাওয়ার টানে, গোলাম রাব্বানীর ‘আনটাং, মাশরুর পারভেজের ‘ইউর আইস, ও কামরুল আহসানের ‘ঘরে ফেরা।
দ্বিতীয় সেশনের সিনেমাগুলো- আরিফুর রহমানের পরিচালনায় ‘লাইক অ্যা মুভি’, চৈতালি সমাদ্দারের ‘রোকাইয়া’, অপরাজিতা সংগীতার ‘ছাড়পত্র’ ও জাহিদুর রহমান ও ওমর ফারুকের ‘মা’।
তৃতীয় সেশনে দেখানো হবে তিনটি সিনেমা। লিটন করের পরিচালনায় ‘আই সি ইউ’, রাকায়েত রাব্বীর ‘হাওয়াই মিঠাই’, ও এন রাশেদ চৌধুরীর ‘বিস্মরণের নদী’।
চতুর্থ ও শেষ পর্বে দেখানো হবে দুটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। আমিনুর রহমানের ‘কমলাপুরাণ’ ও মোল্লা সাগর পরিচালিত ‘সাইরেন’।
এ সকল চলচ্চিত্র দেখে যে কেউ বন্যার্তদের পাশে থাকার জন্য হাত বাড়িয়ে দিতে পারেন। সেখান থেকে পাওয়া অর্থ চলে যাবে বন্যার্তদের কাছে। চলচ্চিত্রের কর্মীরা এই মুক্ত সিনেমা প্রদর্শনীর ব্যাপারে খুব আগ্রহী।
এস আই/
Discussion about this post