বন্যার্তদের ত্রাণসামগ্রী বিতরণ ও পুনর্বাসনে কাজ করে যাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এর জন্য অনুদান পেয়েছে ১০০ কোটি টাকারও বেশি। অনুদানের মধ্যে ৩১ কোটি ৬১ লাখ টাকা ৬১ হাজার ২২৫ টাকার পণ্যসামগ্রী করেছেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ ও পুনর্বাসনের প্রথম ধাপে খাদ্যসামগ্রীসহ নানাবিধ ত্রাণসামগ্রী ক্রয়ে যে খরচ হয়েছে তার হিসাব দিয়েছেন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে এক পোস্টে এ তথ্য শেয়ার করেন।
তিনি লেখেন, বন্যা দুর্গতদের জন্য ত্রাণ ও পুনর্বাসনের প্রথম ধাপে খাদ্যসামগ্রীসহ নানাবিধ ত্রাণসামগ্রী ক্রয়ের কাজ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে। বিতরণও সম্পন্ন হয়েছে অর্ধেকের বেশি। তারই বিস্তারিত খরচের হিসাব এখানে দেওয়া হলো। আর বছর শেষে অডিট তো থাকছেই।
তিনি আরও বলেন, শনিবার (৭ সেপ্টেম্বর) থেকে শুরু হবে পুনর্বাসনের যাচাই বাছাইয়ের পর্ব। এই কার্যক্রম চলবে কয়েক মাস ধরে। পুনর্বাসনের প্রতিটি ধাপ শেষে এর বিস্তারিত হিসাব দেওয়া হবে ইনশাআল্লাহ।
শায়খ আহমাদুল্লাহ বলেন, আনন্দের বিষয় হলো- আমাদের ত্রাণ কার্যক্রমের ব্যবস্থাপনা খরচ ১ শতাংশ এরও কম, সেবামূলক কাজের ইতিহাসে যা আমাদের জানা মতে এক বিরল ঘটনা।
টিবি
Discussion about this post