আশা ইউনিভার্সিটি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কুমিল্লার নাঙ্গল কোট উপজেলার দৌড়খাল ইউনিয়নের বন্যার্ত পরিবারের মাঝে উপহারসামগ্রী (ত্রাণ) পৌঁছেছে। বুধবার (২১ আগস্ট) রাতে উপহারসামগ্রী (ত্রাণ) নিয়ে ফেনীর উদ্দেশে রওনা দেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
উপহার (ত্রাণ) হিসেবে প্রত্যেক পরিবারের জন্য চাল, ডাল, তেল, সুজি, বিস্কুট, খেজুর, গুড়, চিনি, মুড়ি, চিড়া, পর্যাপ্ত শুকনা জামা-কাপড়, বিশুদ্ধ পানি ও বিভিন্ন ওষুধ এবং পর্যাপ্ত পরিমাণ মেয়েদের স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়। প্রাথমিকভাবে ৫০০ পরিবারের মাঝে ত্রাণ পৌছে দেওয়া হয়েছে।
ত্রাণ সংগ্রহ কমিটির অন্যতম সদস্য মুস্তাক উননবী মুনান বলেন, সাধারণ মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। অনলাইন-অফলাইন মিলে আমরা বেশ সাড়া পেয়েছি। আমাদের দায়িত্ব ছিল তাদের আমানত বন্যায় দুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমরা বন্যার পরবর্তী সময় নিয়েও ভাবছি, সেই খারাপ সময়েও আমরা কাটিয়ে উঠব আশা করছি।
এ এ/
Discussion about this post