মাত্র ৩২ বছর বয়সেই জীবন-প্রদীপ নিভলো বলিউড অভিনেত্রী পুনম পান্ডের।
শুক্রবার (০২ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যু হয়। অভিনেত্রীর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই খবর প্রকাশ করা হয়েছে।
অভিনেত্রী পুনম পাণ্ডের ইনস্টাগ্রামে লেখা হয়েছে, ‘আজ সকালটা আমাদের জন্য কঠিন। আপনাদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা আমাদের প্রিয় পুনমকে সার্ভিকাল ক্যানসারে হারিয়েছি। দুঃখের এই সময়ে, আমরা আপনাদের কাছে সবরকম গোপনীয়তার জন্য অনুরোধ করব। এখন আমরা স্নেহের সঙ্গে তাকে স্মরণ করতে চাই।’
ইনস্টাগ্রাম পোস্টটি সামনে সার সঙ্গে সঙ্গে তা হতবাক হয়ে গেছেন নেটিজেনরা। অনেকেই প্রশ্ন তুলেছেন এই পোস্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে। কিছু সংখ্যক ভক্তের দাবি ছিল, হয়তো বা কেউ হ্যাক করেছে অভিনেত্রীর প্রোফাইল।
তবে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে অভিনেত্রীর ম্যানেজার নিকিতা শর্মা মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছেন, ‘পুনম পান্ডে শুধুমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রির একজন আলোকিত ব্যক্তি ছিলেন না, তিনি শক্তি এবং স্থিতিস্থাপকতার আলোকবর্তিকাও ছিলেন।”
মূলত ২০১৩ সালে ‘নাশা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন পুনম পাণ্ডে। ভোজপুরি, কন্নড় ইন্ডাস্ট্রিতেও করেছেন কাজ। তবে সাহসী, খোলামেলা অভিনয়ের কারণে কিছুদিনের মধ্যেই সবার নজরে চলে আসেন।
এফএস/
Discussion about this post