‘ভালোবাসি, ভালোবাসি— এ সুরে কাছে দূরে জ্বলে স্থলে বাজায় বাঁশি…’ কবিগুরুর এ গানের সুর এখন বাজছে যেন প্রকৃতিতে। সেই সুর আবার বুঝি ঢেউ তুলেছে আশা ইউনিভার্সিটির ক্যাম্পাসে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) পহেলা ফাল্গুন উপলক্ষ্যে পিঠা উৎসবের আয়োজন করা হয়। এদিন সকাল থেকেই বিশ্ববিদ্যলয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের পদচারণায় উৎসবের আমেজে মুখর হতে থাকে ক্যাম্পাস এলাকা।
নারীরা বাসন্তি রঙের শাড়ির সঙ্গে মিল রেখে চুড়ি, লিপস্টিক ও মাথায় পরেছেন ফুলের ক্রাউন। ছেলেরাও কম যাননি, প্রিয়জনদের সঙ্গে মিলিয়ে তারাও পরেছেন পাঞ্জাবি। শিক্ষার্থীরা তাদের নিজ নিজ অঞ্চলের পিঠা সাজিয়ে বসেন স্টলগুলোতে।
দিবসটি উপলক্ষে ক্যাম্পাসের বিভিন্ন চত্বরের সামনে ফুল বিক্রি করতে দেখা গেছে ভ্রাম্যমাণ বিক্রেতাদের। ফুল বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন তারা। অন্য দিনের তুলনায় দাম এবং বিক্রি দুটোই বেশি বলে জানান তারা। ফুল বিক্রেতা নাজমুল বলেন, আজ ফুলের চাহিদা বেশি। অনেক ফুল বিক্রি হচ্ছে, বিশেষ করে গোলাপ। আজ গোলাপ বিক্রি হচ্ছে ৫০-১০০ টাকায়।
ভালোবাসা দিবসে বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মুস্তাকিম কিং। তিনি বলেন, ভালোবাসা দিবস বলতে এখন শুধু প্রেমিক-প্রেমিকার সম্পর্ক মনে করা হয়। আসলে ভালোবাসা প্রকাশ হতে পারে বন্ধু, বাবা-মা, পরিবার-পরিজন সবার প্রতিই। তাই আমরা বন্ধুরা মিলেই আজ দিনটিকে উপভোগ করার চেষ্টা করছি।
আইন বিভাগের ভারপ্রাপ্ত ডিন ও বিভাগীয় চেয়ারম্যান মোঃ সাইফুল আলম- এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) এবং ট্রেজারার মোঃ ইকবাল খান চৌধুরী। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ ওয়ালীউল বারী। এ সময় বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
এ এস/
Discussion about this post